অন্ন দাও নিরন্নের মুখে
         এম,এ,সালাম
          ১১-০১-১৮
ক্ষুধার জ্বালায় মরছে মানুষ-
      পাশের বাড়ীর নীড়ে,
ওরে মুসলমান তোর ঈমানটা
      আজ কেনিয়েছে কেড়ে।


ঈমান যদি থাকে তোমার-
     খেয়াল রেখ নিরন্নের ঘরে,
না খেয়ে যেন রাত কাটায় না
     পাশের বাড়ীর লোকে।


তোমার ঘরে খাবার থাকিলে-
      পাশের ঘরে দিও আসো না,
ক্ষুধার জ্বালায় শিশু সন্তান
     তোমার পাশের বাড়ী কাঁদে না।


তুমি যদি এক লোকমা খাও-
      এক লোকমা দাও ওরে,
ও যেন এক মুঠো খাবার জন্য
      ঘুরে না দ্বারে দ্বারে।


অভাবিদের পোশাক দাও-
   যেন শীতে কষ্ট নাহি পায়,
সমার্থমত একটি কম্বল
     দাও না শীতার্থেরই গায়।


অন্ন দিলে এক লোকমা -
     অনাহারির মুখে,
অনাহারির মুখে হাসি ফুটলে
     আল্লাহ মহা খুশী হবে।