অন্নদাত্রীর ইচ্ছা
     এম,এ সালাম
      ১৬-০২-১১
কাউকে রাখে খাঁট পালঙ্কে-
     কাউকে মৃত্তিকাতে,
এমন এক বেচারির গল্প,
     দেখিলাম ইত্তিফাকে।


বিধি কাউকে খাওয়ায় মাছভাত-
     আবার কাউকে শাখ-ভাত,
কাউকে আবার গোস্ত পোলাউ
      কাউকে মরিচভাত।


কাউকে ঘুরায় বিমানে করে-
     কাউকে নিজের গাড়ি,
দুর্বলের কাছ থেকে সবলে রা
     অধিকার নিয়ে যায় কাড়ি।


কাউকে খাওয়া রাজকীয় খাবার
       আবার কাউকে ডাস্টবিনে,
ডাইনিং টেবিলে খাবার দেয় কত?
       ভাই মুখ চিনে চিনে।


কাউকে খাওয়ায় নেমান্তন্ন করে-
      কাউকে হায় পেতে,
কত হতভাগা ক্ষুধার জ্বালায়
     রাস্তা  ঘাটে হাত পাতে।


কিছু লোক আছে খাবারের চিন্তা-
     কোন সময় করে না,
কোথা হতে কাহার রিজিক মিলে
     বিষয়টি মাথায় ধরে না।