রাতের স্বপ্ন দেখতে দেখতে-
     গোধুলির আলো উঠে গেল,
মনের কোনের স্বপ্ন গুলো
    দিনের আলোতে মিলে গেল।


অনুভুতি আর ভাবনা গুলি-
     মনের কোনে কাঁদে,
আবার কোন স্বপ্নগুলোরা
      নতুন করে বাধ সাধে।


আশা নিরাশার মধ্যে যে বাস-
     কিন্তু পাইনা আশার নাগাল,
নিরাশা হতাশায় সময় কাটে
     পাই না সুখের নাগাল।


প্রিয়জনকে পাওয়ার আশায়-
     অজানা পথে চলি,
কখনো হাটি পূরাণ গলিতে
   কখনো নতুন পথে চলি।


পেয়েও যেন পাই না তারে-
    থাকে আমার থেকে দূরে,
মনের নাগালে পাইলেও তারে
    চলে যায় অনেক দূরে।


আমার সাথে লুকোচুরি খেলছে
      নানা বাহানার ছলে,
রাতের স্বপ্ন যাবে বুঝি এখন
     ক্ষরণের নোনাজলে।


ক্ষরণে ক্ষরণে চুপসে যাচ্ছে-
     সারা দেহের রক্ত,
এই রোগের চিকিৎসা দিতে
    পারবেন কোন ভক্ত।