তোমার মা-বাবায় দেখে আমায়-
    পছন্দ করেছিল সাদীর আগে,
এখন কেন তাদের অপছন্দ?
   আমার বুঝে আসছে না কোন মতে।


শিশুকাল হতে দেখেছিল তারা-
    সকল আচার,ব্যবহার, ঘরকন্নার কাজ,
আজ কেন আমাকে অপছন্দ কর?
    আমাকে লজ্জাদিচ্ছে সমাজের মাঝ।


শিক্ষিত দেখে পছন্দ করেছে -
    সকল পরিবারের সদস্য মিলে,
এখন কেন দ্বিমত পোষন করো?
    সামান্য আধো আধো ভুল ধর।


বাবার অর্থের লোভ সামলাতে পার নি-
    শুধু স্বার্থসিদ্ধি হাসিলের  তরে,
সামান্যতম ভুল পাইয়া এখন কেন?
    আমার সাথে অহেতুক ঝগড়া করো।


তবে কি স্বার্থসিদ্ধির জন্য তোমরা-
     ঊদ্ব্যাহ করে ঘরে তুলে নিল,
স্বার্থের কাজ  আদয়ের পর,
    আমায় দূরে ছুরে ফেলে দিলে।


আমার কাজের মাঝে ভুল খুজে পেল-
    ক্ষমাসুন্দর দৃষিটে দেখিনে,
এমনি ভাবে পুনঃ ভুল খুজে পেলে
     আমার ক্ষমা নাহি করিবেন।