ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক-
     এমনই হয়ে থাকে,
পানি কাটলেও ভাগ হয় না
    হয় না সহোদরের সাথে।


ভাইয়ের বউয়ে বউয়ে ঝগড়া করে-
   তারা যে পরের বাড়ীর মেয়ে,
নিজেরা নিজেরা ঝগড়াকরিলে
  পাশের বাড়ীর যায় কি আসে।


ভাইরা ভাইরা ঝগড়া করে না-
     বউরা বউরা করায়,
বউয়ের কথায় রক্তের ভাই কেন?
     ভাইয়ের মাথা ফাটায়।


পানি কাটলে নাকি ভাগ হয় না
     একাকার হয়ে যায়,
একই রক্তের ভাই হইয়া কেন?
     ভাগাভাগী হইয়া যায়।


ভাই বড় ধন রক্তের বাঁধন-
    কখনো ছিন্ন হবার নয়,
সেই ভাই কেন বউয়ের কথায়
   সম্পর্ক ছিন্ন করে দেয়।


বউয়ের কথায় ভাই যদি ভাইর
   মাথায় আঘাত করিতে পারে,
একই মায়ের উদরে জন্ম হবার
      কিই বা অর্থ হতে পারে।


আশ্চার্য লাগে ভাইয়ে ভাইয়ে-
     এমন আচরন কেন করে?
রক্ত কখনো ভাগ হতে পারে?
    শুধুই স্বার্থের উছিলাতে।