পাড়ের আশায়
    এম,এ,সালাম


পাড়ের আশায় বসে আছি-
    এই ছোট্ট নদীর পাড়ে,
জলদী করে আস মাঝি ভাই
     আমি যাব বুজির নীড়ে।


সকালের রবিটা হেলে পড়েছে-
      গাঁয়ের আঁকাবাঁকা পথে,
সন্ধার অন্ধকার নামার আগে
     আমায় দেওনা পাড় করে।


হাপিয়ে পড়েছি পানির পিপাসায়-
      সুনীল দিগন্তের পথে,
একটু পানি পান করেছিলাম
     সাহেব বাড়ীর হাটে।


জলদী করে পাড় করে দাও-
    দিব পাড়ের কড়ি বেশী,
একটু পড়েই নেমে পড়িবে
    আমাবশ্যার মহানিশি।


মাঝিভাই তরা করে একটু আস-
       আমি অনেক দূরে যাব,
বাটায় ভরা পান আছে গো
   তোমায় পান বানিয়ে খায়াবো।


ওপার উঠে মাঠের ছিল্লায়-
      পরের গাঁয়ে যেতে হবে,
আমার কাছে বাঁতি নেই যে
      কি উপয় যে হবে।


মাঝি কেমন করে পাড়ি দিবে-
      এত্ত স্রোতের তোড়ে,
সেই চিন্তায় আমার মাথাটি
       শুধুই শুধু ঘোরে।