জীবনকে গোলাপের পাপড়ির মত-
    পরিস্ফুটিত করিতে ইচ্ছে ছিল,
কিন্তু নান প্রতিকুলতায় আটকে যায়
    আমার সকল আশার বাসনা।


কোন কাজে জীবনে পরাজয় হবে-
     এমনি চিন্তা করেছি বলে,
মনে আসছেনা ঠিক এই মুহুর্তে
    পড়ে গেলাম আজ পরাজয়ের ফাদে।


ক্ষুদ্রতায় ভরে গেল প্রফুল্ল মনটা-
     শুধু পরাজয়ের গ্লানিতে,
তবুও আশা ছাড়েনি অন্তর হতে,
    অধ্যাবসায় চালিয়ে যাব।


অনেকে ভাবিতে পারেন এ পরাজয়-
    কোন খেলার মাঠের খেলা,
আসলে এই ধারণাটা পালটে ফেলুন
    হেরে গেলাম মনের সাথে।


আমি ভেবেছিলা ওই ভালকাজকে-
     করিবনা কোন মতে,
কই পারলাম না যে আজ সেই
     নাছর বান্দা মন জয় করেই ছেড়েছে।


তাই যে হেরে গেলাম মনের সাথে-
     আত্মতৃপ্তি পেলাম আলাদা ভাবে,
হয়ত আমি থাকিবনা এই ধরায়
     কিন্ত কাজটা থাকিবেনা যুগ যুগ ধরে।


মন সব চাইলেও করা যায় না-
    আজ কেন যেন নিজেকে লুকিয়ে,
মনের প্রধান্যটা একটু বেশী দিলাম
    কি আর করিব হেরে গেলাম।