বাজার করিতে গিয়েছিলাম-
     প্রেমের বাজারে,
সদয় পেয়েছি সব সুন্দরী
     হাজারে হাজারে।


শর্ত দিয়ে বিক্রি হবে রে ভাই
     প্রেমের পন্যগুলি,
বিনা শর্তে বিক্রি হবে রে শুধু
      পরিত্যাক্ত কথাগুলি।


সব বিক্রেতার একটি কথা-
    সুন্দর পাত্র হওয়া চাই ,
ক্রেতাগনের মনের কথা
     শুধু বিনাশর্তে চাই।


দর কষাকশিতে প্রেম বিক্রির-
      কোন স্থায়িত্ব নেই,
মন দিয়ে মন বিক্রি হলেই
       গ্রান্টি আছে কি তার?


কেহ প্রেম কিনতে চায়রে শুধু
       গোলাপ ফুল দিয়ে,
কেহ আবার প্রেম কিনতে চায়
      অপরাজিতার নীলে।


কেহ বলে আবার কানে কানে
     যতসব নানা কথা,
কেহ আবার সমালোচনা করে
       সব গোপন কথার।


প্রেম বাজারে প্রেম বিক্রি হয়
      দু'জন দুজনে মিলে,
গাছের তলে নিরিবিলি বসে
  কেহ প্রেমের ডোগ গিলে।


প্রেম বাজারে পিক তুলে-
     একজনে একজনার,
কেহ আবার সেলফি তুলে
     দুজন দুজনায়।


কেহ আবার পাশ দিয়ে যায়-    
      আপসুস করে কত?
ফিরে যাওয়া যাবে কি ওই জীবনে
     দাড়ি চুল পেকেছে কত?