প্রিয়া তোমার কথা মনে পড়লে,
    আমি পাগল হয়ে যাই,
আমি হই আনন্দে আত্মহারা
    পাবার আশে দিশেহারা।


প্রিয়া তুমি যখন বংশীর সুর ধর-
    ওই কদমের তলে বসে,
পরিশ্রন্ত মন ঘরে থাকিতে চায় না
    শুধু তোকে পাবার আশে।


প্রিয়া তুই নিতুই কি ভাবাবি আমাতে?
     অধরার মত ভাবিয়ে,
কষ্ট দিওনা আমার হৃদে ক্ষনে ক্ষনে
    তুই যাবি নাত আমা হতে হারিয়ে।


আশা কল্পনার আকাশে নীড় গড়িব-
     আমি শুধুই তোকে নিয়ে,
সর্বদা সেই ছলনাই করেছিলে তুই
    রোজ বিকেলে প্রেমের ছলে।


সেই আশাই বুক বেঁধেছি ভবিতে-
     এই মন প্রান চাই তোকে সপিতে,
একটু বরণ করে নেওনা তুমি
      তোমার কল্পনার রঙিন আকাশে।


অচেনার মনে দোলা দিয়ে যাও-
    ছলনা করে ভুল বুঝিও না,
হৃদয়ের আকাশে বাঁতি জ্বালিয়ে দিয়ে
    কল্পনার বোটম হাতে রাখিও না।


মায়াবিনীর দরদ দিয়ে সাজিয়েছো-
      কল্পনার মনো নকশা খানি,
হৃদয়ের আকাশে জ্বালিয়ে দিয়েছো
       ঝলমলে আলোর ঝলকানি।