কার্তিক মাসের পুর্ণিমার রাতে-
     জোছনার আলো মেখে,
প্রিয়জন নিয়ে গল্প করিছি কত?
     মাঠে সবুজ ঘাসে বসে।


ঝিরঝির বাতাস শিরশির হাওয়া-
    দক্ষিনে প্রবাহিত হয়,
মন আনন্দে নানা কথার ছলে
     সময় যে বয়ে যায়।


কুসুম বলে শুনেছি নাকি ওগো-
    রুচিতায় ভাল ড্যানিস বানায়,
ক'দিন আগে মজা করে খাওয়াইছে
   আমার ছোট মামায়।


এই সময় যদি চার পিচ ড্যানিস-
      কেহ মোদের খাওয়াতো,
সারা রাত বসে গল্প করিতে পারিতাম
     দু'জনার মজা হত কত?


প্রিয়া বলি কি শুনাইলে-তুমি-
    ড্যানিস খাবার কাহিনী,
আপসুসে মোর অন্তর চিড়ে যায়
  খাওয়াব আশায় থেকো তুমি।


রাশ পুর্ণিমার মধুর রাত্রের কথা-
      আমার মনে পড়ে গেল,
কত ড্যানিসযে খাওয়াইছিলাম
    তার হিসেব না জানা ছিল।


সেই মধুর রাত আমার ই জীবনে-
   আর আসিবেনা কোন দিন,
যেই প্রেমের ডিন বাজাইছিলাম
   দুই হৃদের মাঝে একদিন।


জগৎ নিয়ে এখন ব্যস্ত থাকি-
     থাকি জীবনের সহচর নিয়ে,
সেই দিনের কথা ভুলে গিয়ে
গল্প করি জীবনের ইতিহাস নিয়ে।


এখন ব্যস্ত আছি সংসারের প্রেমে-
     স্ত্রী, সন্তান সন্ততি নিয়ে,
প্রেমের গল্প বলার সময় এখন
      সব গিয়েছে  হারিয়ে।