আমার মন হারানোর বেদনায়-
    গুমরে গুমিরে কাঁদে,
কি হারাইলাম তাকে কি পাব?
    শত চেষ্টার মাঝে।প্পপ্প


প্রতিযোগীতার মাঠে যখন-
     কাহারো সাথে লড়ি,
পারি কি না পারি সেই চিন্তায়
     টেনশন করে মরি।


খেলার মাঠ যখন থাকে-
    খেলোয়ারে পূর্ণ,
আমার মন তখন থাকে -
    অর্ধেকটা অপূর্ণ।


কাজের সময় চিন্তা করি-
     কাজের হবে কি শেষ?
কৌশলে মনো ব্যবহারে
    কাজ করিলাম শেষ।


রঙ তামাশায় মগ্ন থাকি-
    মনের বাসনা পূরনের তরে,
অলস মনে কে যেন আসিয়া,
    ইচ্ছেটা নেয় কেড়ে।


রাত্রে যখন বিশ্রামের লাগি-
   বিছানায় গিয়ে শুই,
মন যে আমার কেড়ে নিল
  আমার আপন কেউ।


পাওয়া না পাওয়ার বেদনা আমার-
     মন যে কেমন করে,
আশার পিছনে ছুটছি আমি
    সারা জীবন ধরে।


শেষ দিবসে স্বার্থকতা আসে
     আমার স্বপন ঘিরে,
প্রতিদ্বন্ধিরা সব লেজ গুছিয়ে
    আমায় সালাম করে।।