ভালবাসা, চিরবন্ধন, মিতালী-
      সৃষ্টির সেরা বন্ধন,
উদ্বাহ,ঊঢ়ি, পরিণয়,পানি গ্রহন
      হয়কি একই কখন?


ঊঢ়ির পূর্বের ভালবাসা ভাইরে
     নরবরে নাজুক অনাহুত,
শিশু,কিশোর, যুবকের মনে
      উদয় হয় বহুত।


ভালবাসা করিতে চায় সবাই-
     আবাল,বৃদ্ধ বণিতারা,
পরিণয় করিলেও তাদের মনে
    প্রেম ভালবাসা আনকোরা।


উদ্বার পূর্বে ভালবাসা করিও
     মননে মেধা দিয়ে,
নচেৎ কিন্তু ওই প্রেম পিরিতি        
   জীবনে কষ্ট দিতে পারে।


জীবন যৌবন এক ভাবিও না-
     সংসার করার আগে,
সাদীর পূর্বে প্রেমে মজিওনা
     পড়ে মনের আবেগে।


সানুনয় করে বলিতে চাই-
    শুভাকাংখীদের কাছে,
ঊঢ়ির পূর্বের প্রেম ভালবাসা
     মূলত সবই মিছে।


সহাধ্যায়ী সকল লিংঙ্গদের কাছে
    মিনতি করে বলে যাই,
পূর্বারাগ করিও বুঝিয়া শুনিয়া
   আসলেই এই মিতালী ছাই।