হে স্বাধীনতা তোমাকে পেয়ে-
     ছুটে যাই যেথায় সেথায়,
তোমার জন্য অতৃপ্তি মনটি ছুটছে
     আজি যথা ইচ্ছা তথায়।


তোমাকে না পেয়ে কষ্ট হয়েছে-
     দীর্ঘ কয়টি বছর,
অচেনা হৃদয়ে খোলা আকাশে
    দৃষ্টি মেলে তাকাতে পেরেছি এখন।


তোকে পেয়ে ছুটছি আমি-
    লাগামহীন ঘোড়ার মত,
আগেত মত বাঁধা বিপত্তি
    থাকবে না আর এখন।


জামিলা তার স্বামীকে পেয়েছে-
   পঙ্গু করা পায়,
তবুও তার মন ভরে গেছে,
   ফিরে এসেছে তাই।


ছেলে আমার ফিরে এসেছে-
    দেশ স্বাধীন করে,
এই আনন্দ কত যে মধুর
    যার ছেলে নাই সে কি বুঝে?


স্বাধীন দেশে বাস আমার-
    নিজের মত করে,
দৃঢ় বিশ্বাস আছে আমার
    স্বাধীন দেশের পড়ে।


চাষ করি নিজের জমি-
   আগের মত জোর জবরদস্তি নেই,
যাহা পাই জমিতে আমি
    বছর ভরে খাই।


বাংলা আমার মাতৃভাষা-
     বাংলায় কথা বলি,
সালাম,বরকত,রফিক শফিকের
   রক্তের দামে ভাষা কিনি।


এখন পশ্চিমাদের নজর দারিতে-
    নেইকো মোদের দেশ,
স্বাধীন করে নাম রেখেছি
     সোনার বাংলাদেশ।