ভানু মতি তুমি নাকি তপ্ত হয়ে-
      আসবে শরতের শেষে,
দ্বিপ্রহরে ঘাম ঝড়া অরুন রুপে
      সারা বাংলা সবুজ হবে।


নীল আকাশ হতে তপ্তের বৃষ্টি-
     ঝড়বে হয়তো প্রচন্ড উত্তাপে,
সবুজের মাখা রঙে নাচবে ধান
    হাসবে ক্ষুধার্ত কৃষানীর মন।


শরৎ তুমি আসবে রাতের শেষে-
     ঠান্ডা হাওয়ার পরশ লেপে,
পাতলা কাথা টেনে দিবে গায়ে
     হিমেল হাওয়ার আলত প্রভাবে।


শরৎ তুমি আসবে সকাল সাজে-
    শিশির ভেজা নুপুর পায়ে,
সবুজের গায়ে লেপে দিবে হয়তো
      দূর্বাঘাসে বিন্দু বিন্দু শিশির।


তুমি আসবে  শুনে ধানের মোর্চা-
       নেচে গেয়ে বাতাসে দোলে,
হা করে  রাতের বেলা শস্যভোগে
     পূর্ণতা পায় ধান পুষ্টির শস্যদানায়।


তুমি আসবে বলে কৃষকের মনে-
     আনন্দের হিল্লোল হিল্লোল বহে,
মন প্রান চঞ্চল থাকে সারাক্ষন
     আশার বন্দরে পুছবে একদিন।


তুমি আসবে বলে মেঘের ভেলা-
       ছুটে চলে ওই দূর গগনে,
নীল আকাশ উকি দিয়ে ফাকে দেখে
     ধরায় সবুজের নানা সমারোহ।


শরৎ তোমার আকাশ কাঁদবে-
     অঝোড় ধারার রূপ নিয়ে,
হার মানাবে সেদিন আষাঢ়ের বৃষ্টিকে
     সবুজ ফসল নেচে গেয়ে হাসবে।