শিক্ষা সফরে গিয়েছিলাম-
    শেরে বাংলার বাড়ী,
পারিপার্শ্বিক রূপ দেখিয়া
     মন যে নিল কাড়ি।


যাদুঘরে প্রবেশ করি-
   দশ টাকা টিকিটে,
ক্যামেরা নিতে নিষেধ করে
    যাদু ঘরের ভিতরে।


শেরে বাংলার কবরস্থানে-
    ছুটে গেলাম কবর জিয়ারতে,
তোমার স্মৃতি জেগে উঠে
    আমার হৃদয় পটে।


শিক্ষা ইউনিস্টিউশন আছে চাখারে-
    শেরে বাংলার বাড়ী,
কাদের স্যারে দেখার তরে
     দেয় যে শুধু আড়ি।


আমরা দু'জন কলেজের সামনে-
    সেলফি দিলাম যখন,
কিছু দর্শনার্থী মোদের দিকে
    চেয়ে দেখেন তখন।


কলেজের সামনে দাড়িয়ে-
     ছবি দিলাম আমি,
এই স্মৃতি হৃদয় পটে আমার
    একদিন ভেসে উঠবে জানি।


ছোট বেলায় বাবার কাছে-
     শুনেছি চাখার কলেজের কথা,
আমার স্যার তাবারকুল্লাহ
     করছে এই কলেজে লেখাপড়া।


দাদা শশুর মোসলেম ভুইয়া-
    এই কলেজে লেখাপড়া করে,
জেলা স্কুলে চাকুরি করেছিল
     সুনাম ও গর্ব সহকারে।