মনে পড়ে সেই রাতের স্মৃতি-
    রাতটি ছিল জ্যোৎস্নাময়ী,
আঙিনার পাশে কুলের নিচে
   দু'জন বসেছিলাম আনন্দেই।


প্রীতে বসে গল্প করেতেছিলাম-
     দু'জন আপন মনে,
বলেছি প্রেমের গল্প চুপি চুপি
    কেউ না যেন শুনে।


ভাবী এসে কান পেতে রয়-
     বকুল গাছের নিচে,
মোদের গল্প শুনে সবিশেষে
     খিল খিলিয়ে হাসে।


রাগ করেছিলে ভাবীর সংগে-
      অভিনয়ের সংগে,
কথার কাটাকাটি হয়েছিল কত
     মিটিয়ে দেয়ার ডংগে।


খপ করে হাত ধরেছিল বাপ-
    মনে পড়ে কেমন করেছিলে তুমি?
সেই রাতের কথা বলিব হেতা
     ভয় পেয়েছিলাম আমি।


বাবায় বলেছিল গল্প করিবা-
   তোমরা নীরে গিয়ে কর,
এমনি সংস্কৃতি সমাজ মানেনা
   কেন পরিবেশ দূষিত কর?


এই আনন্দঘন রাত্রের কথা-
    আমার মনে পড়ে যায়,
তাই তো আমি কাব্য লিখিলাম
    আমার নিজের ভাষায়।