পশ্চিমারা একচেটিয়া জোর করিয়া
     শাসিন  করিত পূর্ববঙ্গদেশ,
খেয়ালীপনায় দিনাতিপাত করিত
      যাহার নেইকো শেষ।


খেয়ালী পনায় দেশ চালাইতো-
     যুলুম করিত যত,
পূর্ববাংলায় ফসল ফলাইতো
    নিয়া যাইত তত।


অতিষ্ঠ হইয়া নিরহ মানুষের-
      কাহিনী গুলো দেখে,
তাই দেখিয়া সভ্য দেশবাসি
      ফুলিয়া ফাফিয়া উঠে।


শেরেবাংলা,সোরওয়ার্দী, হামিদ খান
ভাসানী-
    এই কি হবে দেশের শাসন,
তাও তারা বুঝেনি।


বিদ্রোহী হলেন তিন নেতাজী-
     বঙ্গবন্ধু ছিলেন সঙ্গে,
হাল ধরিলেন বিরোধের পথে
     নামবো রণতুঙ্গে।


অধীন থাকবে না পূর্ববঙ্গ-
     স্বাধীন করিব দেশ,
স্বাধীনতার বিরোধিদের
     করিব মোরা শেষ।


পূর্ববাংলা স্বাধীন করিব-
    যুলুম বাজদের করিব শেষ,
পূর্ববাংলার নাম রাখিব
    সোনার  বাংলাদেশ।