নিজের মত নিজের সুরে কথা বলতে হলে-
জানতে হবে স্বাধীনতা কাকে বলে।


স্বাধীনতা কাকে বলে জানতে যদি চাও-
মুক্তিযুদ্ধ বীর সেনানীর ইতিহাস খুজে লও।


ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে-
ছিনিয়ে এনেছে স্বাধীনতা দেশের জনগনে।


সুখ চেয়েছি, সুখ পেয়েছি, সুখ এলো কোথা হতে-
এসেছে ত্রিশ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে।


স্বাধীনতার সুখ মোদের কাছে দামী স্বর্ণ-
অস্ত্র নিয়ে যুব্ধ না হলে দেশ হত বিবর্ণ।


সুখ,সুখ, স্বাধীনতার সুখ কোথা হতে এলে-
আসেনি স্বাধীনতা নদীর স্রোতের টানে।


স্বাধীন বিধায় এখন নেইকো মোরা অধীন-
বুঝেনি ওরা দেশ কিভাবে  হয়েছে  স্বাধীন।


বাংলার মানুষ, বালার ভাষা, বাংলায় কথা বলি-
বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন গেল্ ফলি।


স্বাধীনতার প্রেক্ষাপট ভাষা আন্দোলন-
ছয় দফা, এগারো দফা,স্বাধীনতার পণ।


উনসত্তের গুন অভূত্থান হয়েছে দেশের জন্য-
যার কারণে বাংলার মানুষ  স্বাধীনতায় ধন্যে।