শিক্ষার্থীর আমল নামা (২৪১৩ তম)
এম এ সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০২-২০২৪ ইং তাং
=====================
ইতিহাস আজও সাক্ষী আছে
আমগাছে হয় নি তাল,
কলা রুইয়ে যদি আমের আশা
করে সে যে যাদুর মাল।


ক্লাস করছেন নিজের ইচ্ছেতে
স্যারদের তোয়াক্কা নয়,
মানতি শোধের ক্লাসে উপস্থিত
নয় অভিবাবকের ভয়।


গড়ে বিশটি ক্লাসের দশটি করেছে
কেহ করেছে আবার পাঁচ,
পানিতে না নেমে ঘরে বসেই ওরা
ধরতে চায় ঝাঁকিতে মাছ।


ওদের আমল নামা খুঁজে দেখবেন
বাড়িতে করে না লেখাপড়া,
ওদের ক্লাস ছাড়া বাকি সময়টা
ভালো লাগে না মোবাইল ছাড়া।


বাড়িতে ওদের ভালো বন্ধু ছিলো না
ক্লাসে আসছে বন্ধুর জন্য,
ওরা ক্লাস নামের ফাঁকিবাজিতে মত্ত
থাকায় হয়েছে  মহাধন্য।


দশ বছরে কোন অভিবাবক একদিন
খোঁজ নেয় নি ছেলে মেয়ের,
তারা বাড়ির পাশের মাদ্রাসা থাকায়
সামান্য সার্টিফিকেট বিয়ের।