অনুকাব্য- শিশির ভেজা শীত
        এম,এ,সালাম
         ১৭-০১-১৮


      ১- শিশির ভেজা শীত


পৌষের শেষে ঠাণ্ডা হাওয়ায়-
      শীত আসছে হার কাপুনি দিয়ে,
ঘন কুয়াশায় শিশির পড়ে
      ক্ষৌনীর সব ভিজিয়ে দিয়ে।


      ২- শিশির ভেজা শীত


হিমেল হাওয়ায় বরফ পড়ে-
    পৌষের সকাল বেলা,
সৃষ্টি কর্তা এই ধরার মাঝে
      দেখায় কত রঙের খেলা?