সবিশেষ ফুলসজ্জা
      এম,এ,সালাম
       ০৪-০৪-১৮
বহু প্রতিক্ষার পর আসবে অদ্ভুদ কনেকশনে-
   সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে,
শুধু তোমার পরশ পাথর পাবার আকর্ষনে
ধন্য করে পূন্য হই তোমার ছোঁয়া পেয়ে।


ইচ্ছে করে মনের খোরাক মিটাতে পারে না-
  নির্দিষ্ট গন্ডি পেরিয়ে পাড়ি দিতে হয়,
মনের কোনে জমা থাকা অফুরণ ভালবাসা
সময়ের ব্যবধানে পড়িতে চাহি না বিষদের মালা।


অযাচিত সুখ মৃত্যু অনিবার্য হবে সেদিন-
হাতে হাত  রেখে প্রতিজ্ঞাবদ্ধ সেদিন যাব এক সাথে,
তুমি কি যাবে অন্ধকারময় ফুল সজ্জার কক্ষে
যেখানে জীবনের সাধ মিটাবো এক সাথে।


যদি বলি চলনা,আয়ু শেষ হবার পালা-
মাথা পরিমাপে বল না,যাবে কিনা,
যদি নাও যাও,তবে সুখের রাত কাটাও
আমি ছুটছি কিন্তু বাস্তব ফুল সজ্জায়।


সুযোগ যদি হয় হাত ছানিতে ডেকো
  চেষ্টা করবো ফুল সজ্জার আসনে বসতে,
হলুদ গিলায় পাড়লে শেষ স্নান করাও
পারলে কাঁদ সবিশেষ ফুলসয্যার আনন্দে।