শখের বয়স নেই
           এম,এ,সালাম
            ১১-০২-১৮
শখের তোলা আশি টাকা-
  কিন্তু বাজারে বিকায় না,
কেহ বলে কোটি টাকায়ও
   শখ কিনা যায় না


মনের মাঝে সাধ জাগিলে-
   শখ তারে বলি,
এই শখ কিন্তু স্বপ্নের মত
     মন থাকিলে যায়রে ফলি।


শখ তো আর বিক্রি হয় না-
    শখের মূল্য কেহ হাকায় না,
মনের কোনের বিস্ফোরণে
    কোন বাঁধাই মানে না।


শখ করে কেহ ঘোরা কিনে-
    পথ চলিবার তরে,
কুকুর ছানা শখ করে নাকি
    টাকা দিয়ে কিনে আনে ঘরে।


শখ করে কেহ বাড়ীগাড়ী করে-
    ভবি চিন্তা করে না,
কেহর আবার টাকা থাকিলেও
     বাড়ী গাড়ীর স্বপ্ন জাগে না।


বুড়ো হলেও শখ বুড়ো হয় না-
     বৃদ্ধের মনেও শখ জাগে,
মরার আগেও এই শখগুলি
    কেন যেন মাথাচারা দিয়ে জাগে।