শরতের শুরুতে ভাদ্রমাসে-
     পূর্ণিমার সন্ধ্যারাতে,
হাতে তেমন কাজ না থাকায়
    বসি খোলা আকাশের নিচে।


নীল আকাশটা চাঁদের আলোতে
     রৌপ্যের মত লাগে,
মাঝে মাঝে পেজাপেজা মেঘ
       বাতাসে আসে ভেসে।


চাঁদের আলোতে কোটি কোটি তারা-
     তেমন দেখা যায়না,
রাতের আকাশে তারার মেলা
    জ্যোৎস্নায় শোভা পায় না।


চাঁদের রঙে রাঙ্গিয়ে গেছে-
     মিটিমিটি তারাগুলো,
তারাগুলো এখন কেন?
    আধো আধো উঠে জ্বলি।


সঙ্গীকে নিয়ে দর্শন করি-
     পূর্নিমার চাঁদের আলো,
চাঁদটা কেন অদ্য রাত্রে,
     থালার মত বল?


উত্তর দেইনি কোন কথার-
    একধ্যানে চেয়ে আছি,
জান তোমার কাছে আসছি কেন?
     ভালবাসি বলে জান।


গল্প করিব দু'জনে মিলে -
     আঁচল পেতে বসে,
রাত কাটাব এই যামিনীতে
     প্রেমের ফাঁদ পেতে।