ইচ্ছে হল খাইবোরে ভাই-
    ছৈলা ফুলের মধু,
কোথায় পাব ছৈলা ফুল যে?
     কি করে খাব মধু।


কয়েক বন্ধু এক সাথে মিলে-
      খালের পাড়ে গিয়ে,
শাখা দুলিয়ে মগডাল হতে
      ফুল আনিলাম ছিড়ে।


বাড়িতে আনিয়া মাটির বাসনে
      কাদা দ্বারা ভরিয়া,
তার উপরে ছৈলার ওই ফুল
      রাখিলাম সাজিয়া।


হেমন্তের রাত্রে খোল আকাশে-
       খোলা আঙিনার মাঝে,
শিশির ভেজা ঘাসের উপর
        বাসন খানা রেখে।


শিশির ভেজা ওই প্রকৃতিতে-
      মধু হয় ফুলের ভিতর,
সকাল হলে সাথীরা মিলে
      মধু চেখে খাই তাহার।


ছোট্ট বেলায়  খেলার সাথীরা-
     কত না কিছু করিতাম!
সেই স্মৃতি আজ ও মনে পড়ে
কত দুষ্টমিতে সময় কাটিতাম।