স্মৃতিসৌধ
  এম,এ,সালাম
   ১৩-১২-১৭
আমি সেদিন সাভারে গিয়েছি -
     স্মৃতি সৌধের পাশে,
যারা দেশের জন্য প্রান দিয়েছে,
    তাদের স্মৃতি হৃদয় ভাসে।
আমি চেয়ে দেখি ত্রিশ লক্ষ শহীদ,
         আমার সাথে হাসে।
                                                              
আমি জিজ্ঞেস করি তোমরা কারা-
         এখানে শুয়ে আছ,
উত্তর দেয় বীর সেনানী মোরা
    মোরা স্বাধীনতার বাহক।
মোদের রক্তে স্বাধীনের বিজয়,
     বাংলাদেশের জয়হোক।


মোদের  রক্তে স্মৃতিসৌধ -
       এটাই সত্যি কথা,
ছিচল্লিশ বছর ধরে স্মরণ করে
     স্বাধীন ভাবে দম্ভ করে,
যুগ-যুগান্তর তাদের নিয়ে
     ইতিহাস গামায় মাথা।


সেদিন পাক-সেনাদের ইশারাতে-
      কামান,বুলেট বিদ্ধ,
দেশের জন্য লড়াই করে,
     বিলিয়ে দিয়েছে তাজাপ্রান,
বীরশ্রেষ্ঠ -মতিউর রুহুল আমিন,
নারী শিশুসহ কত জোয়ান বৃদ্ধ।


রক্ত দিয়েছি দেশের জন্য -
     মরতে শিখিয়েছি মোরা,
সেদিন শক্ত হাতে অস্র ধরে
      নজীর রেখেছি কত?
দেশটাকে ভাই ধরে রাখিস,
   রক্ত দিয়ে রক্ষা করবি শত।


আমরা ছিলাম মুক্তিবাহিনী-
    রক্ষা করেছি দেশ,
স্বাধীনতার জন্য জীবন দিয়ে,
   সংগ্রাম করেছি বেশ।
মুক্তির পথে,যুদ্ধের রথে,
    পশ্চিমা করেছি শেষ।


রক্তের দামে স্মৃতিসৌধে-
     প্রতিটি কনায় গাঁথা,
বিজয় উল্লাসে নাম রাখিব
     আমার সোনার বাংলা।
বীর সেনানী মুক্তি সেনার,
রক্তদিয়েস্মৃতিসৌধ গাঁথা।