কথা হয়েছে সকাল বেলা-
    আমার বান্ধবীর সাথে,
আজকের রাত্রে চাঁদমামা যে,
   আসবে পৃথিবীর কাছে।


আটষট্টি বছরের পর চাঁদটি নাকি-
   পৃথিবীর গতির ফলে,
পচাঁশি মাইলের পথ কাছে আসিবে,
   পূর্বের গতিপথ হতে চলে।


এই রহস্য দেখার জন্য-
   মায়ের কাছে বলি,
সুপার মুনের দৃশ্য জন্য,
    নির্জন মাঠে একাকী চলি।


সুপার মুনের বাহানা করে-
    মায়ের হতে সময় নিলাম,
এই সুযোগে ভালবসার মানুষকে,
   একটি মিসকল দিলাম।


হাটছি একাকী নির্জন মাঠে-
   তোমাকে কাছে পাওয়ার জন্য,
কখন আসবে আমার কাছে,
   সুপার মুন দেখে জীবন গড়ব,
   ইতিহাস রচনা করার জন্য।


তোমার আশায় চেয়ে রইলাম-
    সুপার মুনের দিকে,
দেখতে দেখতে সময় গেল,
    ধরল হেমন্তের শীতে।


কি জানি কি হয়ে গেল-
    বুঝিবার নাহি পাড়ি,
এত মন কষ্ট নিয়ে তুমি,
   কেমনে চল বাড়ী।


হৃদয়ে আমার আগুন জ্বলে-
    নিবাইবার কেহ নেই,
কখন আবার হবে দেখা,
   প্রতিক্ষায় রইলাম তাই।


কষ্ট নিয়ে চলে গেলাম-
   তোমার হৃদয় হতে,
কষ্ট হলেও  এ ভালবাসা,
   ধরে রেখ স্মৃতিতে।