টিপ্পনী
    এম,এ,সালাম
     ৩১-০১-১৮


লিখতে আজ বসছি কবিতা-
   শব্দ,ভাষা ভীষন লক্ষীছাড়া,
যতই তাদের খুজিতে থাকি
    ওরা দেয়না আমায় ধরা।


বাংলা বাক্যের অর্থ ছাড়া-
     কবিতা হয় না মধুরতা,
যে গুলি আমি ব্যবহার করিব
   ওরা আমায় উলটো করে তাড়া।


ছন্দ খুজি আমি হন্যে হয়ে-
   খুজি সুন্দর সুন্দর শব্দ,
এই খুজে পাই এই পাই না
   আমি করিতে পারি না জব্দ।


প্রবীন কবিতায় নেই যে রস-
  পাঠককে করিতে পারে না বশ,
ডিজিটাল ভাষা ব্যবহার করিলে
   পাঠকের হৃদয়,মন টস টস।


তোমরা বলেছো মুর্খ আমায়-
   কাব্যে নেই যে কোন ছন্দ,
  অনেকে বলে ছন্দের কবিতা
      মোরা করি যে অপছন্দ।


বলেন ভাইরা যাইব কোথায়?
    পছন্দের কবিতা লেখিতে,
কত বন্ধু আবার আসর বসায়?
    আমার রোমান্টিক কাব্য পড়িতে।