তোমার শেষ চিঠিটা-
      মোড়ানো ছিল,
হলুদ একটি খামে
    লাল কালিতে লেখা।


চিঠির খাম ছিঁড়ে -
    দেখতে পেলাম,
অভিনব এক লেখা
   আমি হত বিহব্বল।


দৃশ্যটি একটি অতি আদরে-
   গোলাপী ঠোট পালিসে,
আলত ভাবে ছাপ
   মনে করুণার ভাব।
    
তুমি আবেগ ভরে-
   লিখেছিলে কত কথা,
সঠিক মনে আসছে না
     কিন্তু বিষন্ন মনে।


তোমার শেষ ইচ্ছে-
    জানিয়ে দিয়েছিলে,
আমিও পড়েই তোমার
  ইচ্ছার পক্ষে ছিলাম।


তুমি রাখতে পার নি-
    তোমার কথা,
পারিপার্শ্বিক চাপে
   তুমি ব্যার্থ হয়েছিলে।


কিন্তু দোষ দিয়েছো-
   আমার উপর,
করার ছিলনা কিছু
   শুধু তোমার ভুলেই।


কত যুক্তি দিয়েছিলে?
    এখন ও মনে পড়ে,
তোকে নিয়ে ভাবছি
  কিন্তু কিছু করার নেই।