তরী গন্তব্য পৌছবে (২৪৭৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৪-২০২৪ তাং
====================
জীবন নদীতে ভাসছে নৌকা
পাচ্ছে না সীমানা খুঁজে,
জোয়ার ভাঁটায় এগিয়ে পিছিয়ে
সুখ দুঃখ সবটাই বুঝে ।


বন্যায় ঝড়ে পরলে এ নৌকা
হয় সে দিক বেদিক ভ্রান্ত,
তরী ভাসতে ভাসতে সংগ্রামে  
আজ জীবন বড়ই ক্লান্ত ।


বাতাসের চোটে টিকে থাকতে
সে দেয় খুলে তরীর পাল,
খরস্রোত নদীর প্রতিকুলে তরী
মাঝি ধর শক্ত হাতে হাল।


মনটা আমার বলছে সদা সর্বদা
পৌছবে শান্তি নামের ঘাটে,
হয়তো জীবন প্রদীপ নিভু নিভু
ডুববে লালিমা রবির পাটে।