ট্রেস করেছি মুখটি
        এম,এ,সালাম
        ০২-০৫-১৮


পঁচাশি সালের এক কালরাত্রীর কথা
      মনের নকশায় ধরা পড়েছে,
রাতটি ছিল ভাদ্রের কোন বৃষ্টিস্নাত
      কি অবয়ব রাত কি দিব বরাত?


কালমেঘ ছুটে এসে ঝড়ো হাওয়ায়-
      নিস্তর নেই মেঘ ডাকছে,
আমাবশ্যার রাত প্রদীপ  নিভু নিভু
    মামির উক্তি ভয় পেয়ো না কভু।


জীবন সায়াহ্নে নিভে যাবে প্রদীপ-
   আব্বু মরন যন্ত্রনায় ছটফট করছে,
মৃত্যুর কষ্ট দেখে শুধু কেঁদে ফিরছি
    কষ্টে অশ্রু ঝড়ছে অক্ষি হতে।


মা, বিকট শব্দে উচ্চারন করলো-
    কি বলে যাও আমারে তুমি,
ওদেরকে  নিয়ে কি ভাবে থাকিব
    চিৎকার দিয়ে পড়লো লুটিয়ে।


বাড়ীর পাশের এক বৃদ্ধ যাদুকে-
     দেখেছি চোঁখ চেপে ধরে,
মাথার বালিশটি সরিয়ে নিল
    আমি আব্বু বলে চিৎকার দিলাম।


আব্বু ডাকনাম মুছেগেল আমা'হতে
     সারারাত জেগে জেগে কাঁদলাম,
কত শুভাকাঙখী বুঝ দিল মোরে
  মা-বাবা কাহারো চিরদিন থাকেনা।


সবাই যখন আব্বু বলে সম্মেধনে ব্যস্ত-
     আমার মনটা আফসোসে ক্লান্ত,
তখন শুধু ট্রেস করা মনের নকশায়
     মন ভরে দেখে নেই আর কি?.