তৃষিত মন
   এম,এ,সালাম
   ১১-০৪-১৮


বড় সাধ জাগে মন মাঝে-
     তোর ইন্দ্রসম বদন,
যখন ই হিয়ার মাঝে রহিয়া
    কৃতনা রুপে দর্শিলে।


তোর মুক্তাঝড়া কথনমালা-
    কাজল কালো লোচনে,
যখনই আবেগের দৃষ্টিতে চাও
     কেড়ে নেও মনপ্রান।


তোর দেয়া চিরকুটে ঠোঁটের
    চুমো ধ্যানে দর্শিলেই,
শশধর মুখটি ভুলিতে পাড়ি না
    অরতি থাকে না উভ মাঝে।


তোর শঙ্কাহীন অবয়ব মন-
     উরগের মত ছোবল মারে,
তখনই স্থিরতা হারিয়ে ফেলি
      তোর খাঁটি অর্নবো মাঝে।


তোকে নিয়ে কোন মধুপুর্নিমায়-
     বসেছিলাম দূর্বাঘাসে,
সেদিন বিধু  প্রমান করেছে
   ভালবাসা হার মেনেছিল নাকি।


সায়ন্ত বেলায় পাথারের কিনারায়-
    হিল্লোলে হিল্লোলে হেটেছিলাম,
তখনই মর্জির ক্যামেরায় দু'জনে
   আটকে যাই অনিলের নীলে।


তুমি অম্বুদের আড়ালে আড়ালে-
     লুকোচুরির ছলে এসেছিলে,
মধু আহরণে মধুমক্ষিকা রুপে
     শিক্ষালয়ের ফুল কাননে।


তোমার মনে পড়ে কি স্মৃতিগুলো?
     কত কল্পনার রঙতুলিতে,
আল্পনার মনমাধুরিতে সাজিয়েছিলাম
   আজ কোন সে দূরে মিলে গেল।