তুমি আসবে শেষ বিকেলে
               এম,এ,সালাম
                ১৮-০২-১৮


তুমি আসবে বসন্তেরই শেষ বিকেলে
   একগুচ্ছ কৃষ্ণচুড়া ফুল নিয়ে,
দু'জনে মিলে উপভোগ করিব রে
     অঁজিষ্ণুটি, নদীতে ডুবু ডুবু কালে।


তোমাকে নিয়ে যাব রে ওই পায়ড়াপাড়ে-
    তীরে দাঁড়িয়ে ঢেউ তুলিব,
ওই পায়ড়া তীরের পূর্বপাড়ে শিমুল তলে
    তোমায় নিয়ে হারিয়ে যাব ঢেউয়ের                              
                                   তালে তালে।


নদীর তীরে লাল নীলিমায় সেল্ফি দিব,
    তোমার কোলে মাথা রেখে,
কৃষ্ণচুড়ার ফুল গুলি সব পড়িয়ে দিব
     আলত করে তোমার খোপাতে।


বগী তীরের কোলটি ঘেঁষে মনানন্দে
    গল্পের হাটিব দুজন মনের সুখে,
কাধের সাথে কাধ মিলিয়ে একসুত্রে
     তোমার কাধে হাতটি রেখে।