উলটো পালটা
       এম,এ,সালাম
        ১৬-০৪-১৮


আহা! কেমন হল গ্রীষ্মকালে-
    জানালা মেলে ঘরে,
হার কাপুনি শীতের ছোঁয়া
     ডুকিল আমার নীরে।


শুয়েছিলাম এক বিছানায়-
     বধুর সাথে আমি,
অধিক রাতে আমি বললাম
     শুনেছো,খ্যাতা দেওনা আনি।


ছেলের মা আমার সাথে-
    সুর মিলিয়ে বলে,
কোল বালিশটা দেওনা ওগো
     একটু দূরে ফেলে।


গ্রীষ্মের শীতে ছুঁইছে আমায়
    আহা!  ঘটা করে কেন?
জানালা গুলো আটকে দ্যাওনা
     শীতে আমায় ছোঁয় না যেন।


গ্রীষ্মের গায়ে শীত মাখিয়ে-
     করছে ঘোরাফিরা,
রবির আলো উঠলেকাশে
     শীত খাইবেয়ানে ধরা।


পরিবেশের সব জায়গাতে-
    শুধুই গ্রীষ্মের শীত,
একটু পড়ে আমার হইবে
    ফ্যানের নিচে ভীত।