পাথর পোড়া আগুন দিয়ে-
          দহন করিলে মোর হৃদয় খানি,
এ নির্বান কতদিন চলবে,
       অভোলা মন তাহা জানিবে নাহি।
দহন করে জ্বালিয়ে দিলে-
      হৃদয়ের সব তপ্ত জ্বালা,
পাথরের আগুনে দগ্ধ হয়ে,
      হৃদয় পুড়ে হয়েছে কালা।
আগ্নোয়গিরির উদগীরন হচ্ছে-
      হৃদয়ের মাঝ হতে,
যতই পোড়াও এ জ্বালা যাবে না,
     ভালবাসি বলে তাকে।
দূর হতেই নজরে পড়েছে-
      বহ্নির সব তপ্ত শিখা,
ছড়িয়ে পড়ুক ভালবাসার চিহ্ন,
     যথায় আছে তথা।
দহন করে ভোলানো যাবে না,
    এ ভালবাসার তপ্ত ব্যথা।
শুলেও যদি চড়াও আমাকে-
      অনড় আছি যথাতথা,
  গলবে না মন কোন দহনে,
এ ভালবাসা মোম গলানো নয়,
   বুঝেছো বুঝি আস্তে আস্তে,
জ্বলে পুড়ে হবে ক্ষয়।