ভার্যাকে ভালবাসিও
       এম,এ,সালাম
        ১৯-০৫-১৮


কান্ত যারা আছ ধরায়-
     জায়াই তোদের সাথী,
নাথ-বনিতার মহামিলনে
      ব্রক্ষ্মান্ডে মহাস্বর্গ রচি।


মদ-ললনার সুমিলনে-
      দুলাল দুললীর আগমন,
মিলনের মাঝে অমিলন ঘটিলে
     ধরিত্রীর মাঝেই মহাশ্মশান।


অঙ্গনা তোমার অর্ধাঙ্গীনি-
     শূন্যে তুমি একা,
জায়াপতির অমিল ঘটিলে
     একাকীকত্বে  বোকা।


সংসার সুখের হয় গো-
     সৎ অঙ্গনার গুনে,
দেবভুমি রচিতে পার
       ভালবাসার বিনিময়ে।


জ্বালাতন করিও না তুমি-
      আদরের বনিতারে,
ডান প্রগন্ড ভেঙ্গে তুমি
      কিভাবে বসুধায় স্বর্গ রচিবে।