ভাটির গাঙ্গের মাঁঝি
    এম,এ,সালাম
     ১২-০৫-১৮


হারিয়ে যাচ্ছে নদীর নাব্যতা-
     স্রোত যাচ্ছে কমে,
মাঝির ঐতিহ্য ক্রমে ক্রমে
      যাচ্ছে বুঝি কমে।


বাংলায় এক সময় সওদাগারেরা -
     ব্যবসা করিত নৌকায়,
সেই ঐতিহ্য হারিয়ে গিয়ে
      গাড়ী, ট্রাক স্থান পায়।


ছোট বেলায় দেখিতাম কত-
     নৌকায় যাইত সবে বাজারে,
চোঁখের সামনে এখন দেখি
    রিকশা গাড়ী হাজারে হাজারে।


পাল তোলা নৌকা চলিত নদীতে-
     পাছায় থাকিত মাঝি,
গাঁয়ের হুজুরে বিবাহ পড়াত
     এখন পড়ায় কাজী।


গুনে থাকিত মাল্লারা সব-
     টানিত জোরে হেইয়া,হেইয়া,
এখন নৌকা ইঞ্জিলে চলে
     দেখি শুধু চাইয়া চাইয়া।


আজ সব কিছুই স্মৃতিসম হয়ে-
     মনোমাঝে লুকোচুরি খেলে,
হারিয়ে যাওয়া স্মৃতি কেন আজ
   স্মৃতির পাতায় বারেবারে দোলে।