ওগো কুসুম তোকে দেখেছ  সেদিন-
    রেল লাইনের পাশে দাঁড়িয়ে,
দু'হাতে অযত্নে মুদীলে নয়ন
    ভেজা চোঁখে শুধু কেঁদে কেঁদে।


অনুভব করেছি তোমার চিত্তে-
   জ্বলিছে বিরহের আগুন,
এই ফাগুনে তোমার সনে
    কে বিরাহ বাড়াচ্ছে দ্বিগুন।


মনের আয়নায় একটু দেখনা-
   ওর আসল রুপ খানি,
আয়নার ছবি ধরা যায় না
   তাও যে আবার জানি।


তোমার যাতনা দেখিয়া যাত্রীরা
    কত মনো আপসুস করে,
কোন ভিবাগী তুষের আগুন
      জ্বালিয়ে দিয়েছে অন্তরে।


তোমার ভেজা বদনে নজরে পড়তে-
  মনে আপসুস লাগে কত?
সামনে পেলেই আচ্ছা করে
    মগজ ধোলাই দিলাম তত।


পদ্মপুকুরে স্বচ্চ পানিতে-
    ঝল মল করে জ্বলের ছিটা
হৃদয়ের মাঝে মার্তুল দিয়ে
     দিয়েছে বিরিহের ফুটা।


কোন দন্ডায়ুবের সাহস জাগিল
    ট্রাজেডির আগুন জ্বালাতে,
কাছে না পেয়ে প্রতিবাদ করিলাম
   প্রতিশোধ নিতাম হাতে।


ব্রুলেখায় তোমার এই যে ছিল
   বিধি জন্মাব্দে দিয়েছিল,
ললাটের সাথে পাল্লা হবে ই
   যদি বিধি বিগরে যাবে তাতে।


নরাধম বলে এহেনও করিলি
    আমার আপনের সাথে,
কাছে পাইলে এই মুহুর্তে
    দেখিয়ে দিতাম তোকে।