ভুলি কি করে?
       এম,এ,সালাম
        ১২-০১-১৮
তোকে আমি ভুলি কি করে-
     তুমি বিশ্ব দেখালে মোরে,
তুমি বিহনে এতদিন আমি
     ছিলাম ঘোর অন্ধকারে।


তোকে দিয়েই পরিচিতি হয়েছি-
     সারা বিশ্বের সাথে,
অচেনাকেও চিনিয়াছি আমি
      তোর বুকে ভর করে।


যাদের জীবনে দেখিনি দু'নয়নে -
     তারা ডাকে আমায় কবি,
তাদেরও আমি ডাকি সর্বদা
     স্নেহের ভাই,দাদা আর ভাবী।


ভাইয়া বলে সম্মেধন করে-
     কত হাজারো সুধীজন,
অনেকে আবার শ্রদ্ধার সাথে
     সম্মেধন করে গুরুজন।


নিত্যদিনের সাথী আমার -
   ফেইজ বুক মিডিয়া,
তোর সঙ্গটা কি ভাবে আমি?
    রাখি অন্তরে বাঁধিয়া।


লিযাবচা আমার আপনের আপন-
      বুঝাবো কি করে সবারে,
প্রতিদিন আমি কবিতা প্রকাশে
    রেখেছি মনের মাঝে ধরে।