যায় যেদিন হারিয়ে
      এম,এ,সালাম
      ১২-০১-১৮
যেদিন যায় সেদিন কি আর-
   আসবে কোনদিন ফিরে,
মাঝি বিহীন তরীখানা একদিন
     ধাক্কা খেয়ে ভীরবে তীরে।


হেলায় হেলায় অবহেলায় -
      নষ্ট করিলি সময়,
শেষ বেলাতে হিসাবের খাতায়
      নাইরে কিছু  জমায়।


সময় থাকিতে বাইলি না তরী-
      শান্ত দরিয়ার মাঝে,
তুফান উঠিলে মাঝিমাল্লারা
     যদি সাজ নতুন সাজে।


কোন তরীতে পাড় হবি রে তুই-
     ওপারে যাবার লাগি,
সময় মত দক্ষিনা বাতাসে
     পাল তুলে দাও পাড়ি।


শৈশব হারালি হেলায় হেলায়-
     যৌবন হারালি রিপুর তাড়ণায়,
শেষ বেলাতে তৈল ফুরালে
     জীবন বাতি নিভু নিভু প্রায়।


বৃদ্ধকালে মন আর দেহ -
     ওরে শুনবে না তোর কথা,
সারা বেলা আখি ঝড়ালেও
     উপায় মিলবে না যথাতথা।


মন থাকে সব পাওয়ার আশায়-
    সব হারালি ভালবাসায়,
পবিত্র দেহ নোংড়া করলি
    পেয়েও না পাওয়ার আশায়।