ভালবাসী তোমায় ভালবেসে যাবো,
বিবাহে শুধু ভালবাসা প্রকাশ হয়;-
বিচ্ছেদ জীবনে ভালবাসা বেচে রয়।


প্রথম প্রেমের অনূভুতি চির সবুজ
দিগন্ত সম প্রসারীত অনন্তকাল-
জীবন্ত মানব সত্তার কমল মনে বেচে থাকে;-
ঘোরের পাকে।


তুমি আছ থাকবে সহচারিণী
মনি-মুক্তা হয়ে- সকল কাজে;
আমার ভাবনার হৃদয় মাঝে।


পূর্ব গগণে রক্ত আভা
সূর্য্য হাসিটি নিয়ে তুমি বলবে সুপ্রভাত;
এই কথাটি আমার প্রেমের প্রসাদ।


গভীর রজনীতে সহস্র তারার আলোয়
একটি চন্দ্র তোমার আমার ভাবনার সাক্ষী হয়ে থাকবে;- তখনি তুমি বলে উঠলে শুভ রাত্রি-
আমারা দুজন প্রেমের যাত্রী।


দূপুরের পরন্ত বিকেলে তুমি
আমার সাথে হাতে হাত রেখে
হেটে চলেছ তটিনী পাড় ঘেষে;-
সেই সমস্ত প্রীতি
আজ খাতার পাতায়
স্মৃতি হতে চলেছে... অবশেষে।


এই টুকু বলবো
যাব ভালবেসে;-
প্রথম প্রেমের অনূভুতি
সারাটি জীবনের স্মৃতি।