বাবাদের হাতের ঘড়িটা পুরোনো হতে হতে
বৃদ্ধ হয় তবু ঘড়িটা হাতেই থাকে।
মোবাইলটা নষ্ট না হওয়া অব্দি বদলাতেই চান না।
পায়ের চটি জুড়া যতবার ছিড়ে ততবার
মুচি দিয়ে সেলাই করে চালান বছরের পর বছর।
বাবদের শার্ট মায়েদের শাড়ির চেয়ে দামি হয় না।
ওয়ারড্রব ভর্তি শার্ট প্যান্ট থাকে না।
বাবারা একা কোথাও গেলে পাঁয়ে হেঁটে
নয়তো বাসের হেন্ডেল ঝুলে গন্তব্যে পৌছান।
একা খেতে গেলে সদাই সস্তা হোটেল খুঁজেন।
রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করেন।
অথচ এই বাবারা স্ত্রী সন্তানকে
সাধ্যের সব চেয়ে দামি জিনিসগুলি কিনে দেন।
নিজের জন্য কৃপন হলেও পরিবারের জন্য হন
সব থেকে বেহিসাবি।
নিজের বিলাসিতার ভাগটা স্ত্রী সন্তানকে দিয়ে
সারা জীবন নিঃস্বার্থ ভালোবেসে যান।
একান্ত বাধ্য না হলে বাবারা কখনো না বলেন না।
ধার দেনা করে হলেও সবার চাহিদা মেটান।
পৃথিবীরতে অসংখ্য খারাপ পুরুষ আছে ,
অসংখ্য খারাপ জন্মদাতাও আছে,
কিন্তু একটাও খারাপ বাবা নেই।