মনের অম্বরে আজ আর আগের মতো মৃগাঙ্কটা
দীপ্তি ছড়ায়না, এক বুক যন্ত্রণা নিয়ে কালো
জীমৃত গুলো তমিস্র করে রেখেছে গোটা নভোমণ্ডল।
বুঝে নাবুঝে মনের ভেতর যেই ঈপ্সার দীপ্তি
জ্বালিয়েছিলাম, আজ তা ছোট্ট একটা মোমের
কৃশানুর মতো নিভুনিভু অবস্থায়,না জানি কবে
কখন হাল্কা বাতাসের স্পর্শে নিভে যাবে
জীবনের জ্যোতি।
অকাল মৃত্যুতে হয়তো অনেক কিছুই থেকে যাবে
অসমাপ্ত,কিন্তু মুক্তি পাবে বুকের ভেতর জমে থাকা
যন্ত্রণা আর নীরব কষ্ট গুলো।
বরই পাতার গরম জলের স্পর্শে নিভবে বুকের ভেতর
দাউদাউ করে জ্বলতে থাকা আগ্নেয়গিরি টাও,
শীতল হয়ে যাবে যন্ত্রনায় কাতর দেহখানি,
নতুন রূপে নতুন সাজে এই জীবন থেকে দূর
বহুদূরে গিয়ে ঈপ্সার দীপ্তি জ্বালাবো মনের মত করে।
থাকবেনা যেথায় না পাওয়ার হাহাকার,
যেথায় থাকবেনা অশান্তির কালবৈশাখী ঝড়,
বুকের ভেতর বাসা বাঁধতে পারবেনা দুঃখ নামের
বাজ পাখিটা, যেই পাখির এক থাবাতেই ছিন্নভিন্ন
হয়েছে জীবন, আর তাইতো যন্ত্রণার বৈশ্বানর থেকে
মুক্তি পেতে মৃত্যুকে করবো বরণ।