জানো অনিক,
আমি তোমাকে সেই নীল সভ্যতা থেকে ভালোবাসি
আমার প্রেম সেই পুরনো পিড়ামিডের চাইতেও পুরনো
আর এ সচিত্র ইতিহাস আমার হৃদয়ের সীমান্ত প্রদেশে
তাজমহলের মতো ঠাঁয় দাড়িয়ে রয়েছে।
বিশ্বাস হয় না তোমার তাই না?
জিজ্ঞেস করে দেখো,
সেই দূর গ্লাক্সিতে বসে থাকা হোমার,রবি আর দুখু মিয়াকে।
তারা এক বাক্যে বলে দেবে,
সেই ঠাঁয় দাড়িয়ে থাকা তাজমহলের রহস্য।
সেদিন সকালবেলা যখন তুমি
এক নতুন ধ্রুবতারার বুকে পদচিহ্ন
এঁকে দিয়েছিলে,
এতটুকু কষ্ট পায় নি আমি।
শুধু অপরাধীর মত অঝোরে কেঁদেছি
শুকিয়ে ফেলেছি যত অশ্রুজল
আজ তোমার কথা ভেবে
ইচ্ছে করলেও কাঁদতে পারি না।
সেদিন বর্ষাস্নাত বিকেলবেলায়
তোমার অনুরাগের বিশ্বাস থেকে
যে যৌবনের আদর তোমায় দিয়েছিলাম
তা থেকে আজও মুক্তি পায় নি,
সারাদিন সাবান ঘুষে ঘুষেও নিঃশ্বেষ হয় না।
ভয় পেয়ো না!
কোনো অভিশাপ দেবো না তোমায়,
যদি অভিপ্রায় হয়,
এসো,কোনো ঘন ঘোর বর্ষায়।
তোমার জন্য হৃদয়ের সীমান্ত প্রদেশে
এক অলৌলিক সিংহাসনের তৈরি করে রেখেছি
বিশ্ব ব্রহ্মান্ডে আবার নতুন করে ইতিহাস সৃষ্টি করো
যেনো আল্লামা ইকবালও
সত্যের কলম ধরতে ভয় পায়
বনের ময়ূর ব্যভিচারি পেখম তুলে নৃত্য করে
তবু ভালোবাসি তোমায়;
পৃথিবীর দেয়ালে দেয়ালে বারবার এ প্রতিধ্বনি
হয়ে ফিরে আসবে আগ্নেয় গিরির
তপ্ত লাভার বুকের পরে।
নাহ্!
আমি তবু কাঁদবো না
তোমার কথা ভেবে
কেননা বড্ড ভালোবাসি তোমায়।
তুমি ছিলে,
তুমি আছো,
তুমি থাকবে,
হৃদয়ের সীমান্ত প্রদেশ জুড়ে।
আর একথা জানবে
প্রজন্ম সাঁকোর শেষ অবধি পর্যন্ত।