অন্ধও ঠিক পথ চিনে নেয়,
চোখ নিয়ে খুঁজি আলো।
অন্ধেরা চোখ চাইবে যখন,
খুঁজবো কি আর বলো!


যেতে যেতে পথ শূন্যে মেলায়,
পথ চলা নয় সোজা।
পথে এ জীবন বাড়ায় কমায়,
পাওয়া না পাওয়ার বোঝা।


আগুন আর পানি পাশাপাশি তবু,
কেউ কারও নয় সাথী,
ফাগুনের দিন হয় না রঙিন,
হারালে রঙিন বাতি।


নিজের পূন্য নিজে গুনে রাখি,
গোনাতে ভীষণ ফাঁকি।
বিচারের দিন গুনবে যে জন,
তার গোনা আছে বাকি।


জানি এই পথ পাড়ি দিতে হয়,
ঋতু বদলের মতো।
হিসেবের খাতা বাড়ে আর কমে,
যত গুন, ভাগ ততো।