সময় থমকে আছে,
আমার হাত ঘড়িটার বুকে ব্যাথা।
দিন গুলো চুপচাপ,
রাতেরা বড্ড একা।


সিগনালে বাতি জ্বলে,
গাড়িরা নির্বিকার।
আমারও ইচ্ছে খুব, গাড়ি হবো,
কোনদিন থামবো না আর।


বাতাসে শীতের সুর,
কুয়াশায় মরে যায় রোদ।
আমারো ইচ্ছে খুব, রোদ হবো,
বৈশাখে  নেবো  প্রতিশোধ।


এই রাত এই দিন, ভালবেসে বেঁচে থাকি।
স্বপ্নেরা বুনে যায় জাল।
নিমেষে মনের ভুলে,
কেটে যায় কত মহাকাল।


মায়াময় শেকলে বাঁধা পড়ে আছি আমি।
মায়া ছাড়া শেকলের কিছু নেই।
তবুও বাধ্য থাকি শেকলের শৃঙ্খলে,
মায়াময় পৃথিবীর রীতি এই।