মুসলিমমুসলিম আর কত খাবে মার, কত নির্যাতন সইবে ?
কতকাল গেলে কত মার খেলে,শান্তির জোয়ার বইবে ?

নিউজিল্যান্ডের নিরীহ মুসলিম,কেন মৃত্যর কোলে ?
তবে কেন বিশ্ব মুসলিম নিয়ে, জঙ্গী প্রশ্ন তোলে ?

সারা বিশ্বের শ্রেষ্ঠ জঙ্গী, কাফির বেইমান যত,
বছরের পর বছর যারা, মুসলিম নিধনে রত।

বিনা দোষে বিনা অপরাধে, মুসলিমের রক্ত ঝরছে,
দাঁত কেলিয়ে মুসলিম বিশ্ব, সেই খবরটা পড়ছে।

নাহি প্রতিবাদ নাহি ঐক্য, হায়রে মুসলিম জাতী!
কোন ভুলে কোন মহে পরে, ধরায় রয়েছে মাতি ?

জেগে উঠ সারা মুসলিম বিশ্ব, ঘুম কাতুরে জাতী,
পরাধীন থেকে কত মরবে, জ্বালাও ঈমানের বাতি।

অন্যায় অত্যাচার বিশ্ব থেকে, তাড়াও আপন হাতে,
সত্য ন্যায়ের প্রদীপ জ্বালাও, ধরণী ধ্বংস প্রাতে।

(১৫-০৩-১৯-রাত=১১.৩০মি. স্থানঃ ভৈরব,কিশোরগঞ্জ)