গুণীর আগমণে নেতা হাসলেন
আরাম কুশনে বসলেন-বসালেন,
ভাবখানা নেতার আমোদি
আহা এমন হতো আকছার যদি!


আকারে ইঙ্গিতে যেন বললেন
অকারণ পূর্ব-পশ্চিম ঘুরলেন
দেখুন ঠাহর করে আমার করতলে
ক্ষমতার যাদু লুকিয়েছি কৌশলে।


আগে যদি আসতেন কাছে
ঘুরতে হতো না মিছে মিছে,
শেষাবধি এলেন যখন
সোনার হরিণ মিলবে এখন।


শুনলেন জ্ঞানী নেতার ভাষণ
হঠাত করে ছাড়লেন আসন,
দেরি কেন আর হতে শিষ্য
নোয়ালেন মাথা হলেন বশ্য।