শেষবার ডাকলে পালটি ফিরে,
ভাবলাম এই বুঝি হয়ে গেল পদ্মা ব্রিজ,
অতপর নিশ্চল সময়,
কবরের নিস্তব্ধতা।
সুরের ব্যঞ্জনায় ফুটলো না কুঁড়ি,
দূরে দাঁড়িয়ে যাযাবরের ক্রুর হাসি,
চোখের ভাষায় আহবান পথ চলার।
ভাবলাম তথাস্ত।
সে কতকাল ঘুমহীন প্রহর!
আজো দেখি সেই পালটি খাওয়া চকিত চাহনি,
কি ছিল সেখানে? আটলান্টিক? বারমুড়া?
নাকি দ্বিধার দেয়াল ভাঙতে না জানার
অর্বাচিন সরলতা!