"১৫ই আগষ্ট "২০১৭"


আমি উপলব্ধি করি মর্মে মর্মে
১৫ই আগষ্ট কেন এসেছিল বাংলার ভূবনে ?
১৫ই আগষ্ট কেড়ে নিয়েছে,বাংলার জন্ম দাতাকে ,
কেড়ে নিয়েছে বাঙ্গালী জাতির প্রিয় বন্ধুকে ।


তুমি উপাধী পেলে জাতির জনকে
হায়ানারা কী করে পারলো নিজ পিতাকে হত্যা করতে ?
তোমার দুচোখে তখনো ছিল মুক্তির সংগ্রাম
বিশ্বাস করেছিলে,প্রতিটি বাঙ্গালিই তোমার সন্তান ।


তোমার বিশ্বাসের উপর করলো কষাঘাত
কারা ? পাকিস্থানী দোষরদের সাথে হাত মিলিয়েছিল যারা ।


বাংলার ছবি তুমি দিয়েছিলে পৃথিবীর বুকে
তবু বাঙ্গালী জাতি তোমায় দিল না
বাংলার মাটিতে হাসতে খেলতে ।


বুলেটের আঘাতে যখন তোমাকে,তোমার পরিবারকে ক্ষত বিক্ষত করে,কারবালা প্রান্তর করেছিল ,
মুয়াজ্জিনের আজানের ধ্বনী থমকে গিয়ে
তোমার আর্তনাত শুনছিল ।


তুমি জনতার মন্চে দাড়িয়ে উচ্চ কন্ঠে বলেছিলে
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।


তোমার ডাকে লক্ষ লক্ষ বীর করেছিল জীবন উৎসর্গ
মা বোন স্ত্রী পুত্রের মায়া ত্যাগ করে
কোন কিছু,পিছু না ভেবে
ঝাপিয়ে পড়েছিল ,তোমার আদেশ পালনে ।


তবু পারেনি তোমায় পৃথিবীর বুকে ধরে রাখতে
তোমার রক্তে ভিজেছিল আকাশ বাতাস ,
কেদেছিলো বনের পাখ পাখালী ,
সমুদ্রের গর্জন থেমে গিয়েছিল
তোমার নিঃশ্বাসের নিরবতায় ।


এখনো তোমায় অনুভবে দেখি ,সোনার বাংলায় ,
তোমার শক্ত দুটি হাত ধরিয়ে রেখেছে
লাল সবুজ পতাকায় ।


বঙ্গবন্ধু তোমার আমার প্রিয় নাম,
তাই আবার ও বলি
কবি অন্নদাশংকরের ভাষায়
যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততদিন কীর্তি তোমার ,শেখ মজিবুর রহমান ।


বেগম সেলিনা খাতুন