🌿🌿🥀🥀আশিন হাওয়া🥀🥀🌿🌿
            বেগম সেলিনা খাতুন


আশিন হাওয়া বইছে চাঁদনী রাতে,
শীতের আমেজ এসেছে নিখিল ধরাতে,
শিশিরে  ভিজেছে মেঠো পথ ,সুর্য আছে ঘুমিয়ে,
ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা ,সূর্যমুখী ,ডালিয়া,
গোলাপ,গাঁদা কামিনী।
সোনা রোদের অপেক্ষায় আছে ওদের বাহিনী।


অনাহত অতিথি আসে পৌষ মাঘ ফালগুনে,
যুবা বুড়ো কাঁপে কুয়াশার চাদর জড়িয়ে,
সরিষা ফুলের ঝাঁঝালো গন্ধে মাতোয়ারা মন,
কুয়াশায় দিকভ্রষ্ঠ হয়ে শুনি ভ্রমরের গুঞ্জন।


বিন্দু বিন্দু শিশির কণা,দোলা দেয় মনে,
খেজুর রসের পিঠা পুলি পৌষ পার্বণে
ছোট বড় সবাই মিলে ব্যাস্ত থাকি আয়োজনে
দাওয়াত রইলো আমার দাওয়াই, পিঠা পুলি ভোজনে।